আজকে (Puri) আবার উড়িষ্যার পুরী বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা কবলে পড়লো পশ্চিমবাংলা র হুগলির পর্যটকেরা সমুদ্রে স্নান করতে নেমে গতকাল যেই জায়গায় তলিয়ে গেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন হাওড়ার শিবপুরের বাসিন্দা বাবা ও ছেলে । ওই একই জায়গায় আজও তলিয়ে গেলেন হুগলির বাসিন্দা দুজন। এক জনকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে হসপিটাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করে আর একজনের খোঁজ এখনো চালাচ্ছে, এদের বাড়ি হুগলি শ্রীরামপুরে ।
Hooghly Puri: পুরী বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper