বুধবার (Goutam Deb) জলপাইগুড়ির রাজগঞ্জ শ্রীসংঘ ক্লাবের মাঠ পরিদর্শন ও অভিষেকের সভার প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উল্লেখ সারা রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রা ও নবজোয়ারে তৃনমূল কর্মসূচি ঘোষণা করেছে! আর তা নিয়ে বেশ কিছু সভা রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর । ২৯শে এপ্রিল রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাবের মাঠে সভা করার কথা। তার প্রস্তুতি পর্ব ক্ষতিয়ে দেখলেন নেতৃত্ব। কার্যত অভিষেকের সভার সফল করতে একযোগে ঝাঁপিয়ে পড়েছে তৃনমূল। উপস্থিত ছিলেন গৌতম দেব, দেবাশীষ প্রামাণিক, খগেশ্বরায়, অরিন্দম ব্যানার্জী, ওমর ফারুখ, তপনদে সহ জেলা ও ব্লকের নেতারা।
Goutam Deb: রাজগঞ্জের অভিষেকের সভার প্রস্তুতি পরিদর্শনে গৌতম দেব
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper