Breaking News

Rajib Banerjee Jalpaiguri: জলপাইগুড়ির রাজগঞ্জে এলেন উত্তরের তিন জেলার তৃণমূল পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়

রিপোর্ট : দেবজিত সরকার , এই যুগ, জলপাইগুড়ি (রাজগঞ্জ )

Rajib Banerjee Jalpaiguri: জলপাইগুড়ির রাজগঞ্জে এলেন উত্তরের তিন জেলার তৃণমূল পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়বুধবার জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে এলেন তৃণমূল কংগ্রেসের উত্তরের তিন জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক দিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন ।রাজীববাবু বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল বেশশক্তিশালী এখানে বিরোধীরা যতই লম্পঝম্প করুক তাদের জায়গা নেই। এদিন রাজগঞ্জ বিডিও অফিসে এসে নির্বাচন মনোনয়ন বিষয়ট ক্ষতিয়ে দেখেন! সঙ্গে ছিলেন জেলা তৃনমূল চেয়ারম্যান বিধায়ক খগেশ্বর রায়, জেলাপরিষদের বিদায়ী সভাধিপতি উত্তরা বর্মণ, বিদায়ী সভাপতি পূর্ণিমা দাসরায়, অহিদার রহমান, অরিন্দম ব্যানার্জী সহ নেতৃত্বরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।