শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Ranbir Kapoor-Alia Bhatt-Deepika Padukone-Katrina Kaif: রণবীর ও আলিয়ার বিয়ের ছবিতে কি প্রতিক্রিয়া দীপিকা ও ক্যাটরিনার ?

প্রেমিক-প্রেমিকার পরিচয় এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের সম্পর্কের স্টেটাস।  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের। প্লেবয় ইমেজ ঝেড়ে ফেলে রণবীর এখন বিবাহ বন্ধনে আবদ্ধ।  সম্প্রতি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীরের সঙ্গে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। বিয়ে করেই ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুম্বনে ভরিয়ে দিলেন একে অপরকে। আদর-সোহাগে ভরা সেই ছবি প্রকাশ্যে এনেছেন স্বয়ং কাপুর পরিবারের বউমা। প্রেম, ভালবাসা ও একসঙ্গে পথচলার অঙ্গীকার নিয়ে নয়া জীবন শুরু করলেন বলিউডের অন্যতম সফল স্টার রণবীর ও আলিয়া। কাপুর পরিবারের বউমার পোস্ট করা ছবিতে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ।আলিয়ার ছবির নীচে এই দুই প্রাক্তনীর কমেন্ট যেন বদলে যাওয়া সম্পর্কের আভাস দিচ্ছে। মান-অভিমান যে গলে জল হয়ে গেছে তা কমেন্টেই স্পষ্ট। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে রণবীরের রিসেপশনের অতিথি তালিকায় নাকি নাম রয়েছে ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের। তবে কি সত্যিই পুরোনো বিবাদ মিটিয়ে প্রাক্তনের রিসেপশনে উপস্থিত হচ্ছেন বলি ডিভারা তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন সকলেই। সূত্র বলছে, বলিউডের দুই ডিভার সঙ্গেই প্রায় সব বিবাদ মিটে গেছে। দীপিকা এবং ক্যাটরিনা দুজনেই এখন বিবাহিত।  অন্যদিকে দীপিকা ও রণবীর দুজনেই এখন ভাল বন্ধু। আবার আলিয়া ও রণবীর সিংয়ের সঙ্গেও দারুণ সম্পর্ক।তারকা জুটির বিয়ের আসর যে জমজমাট তা আর বলার অপেক্ষা রাখে না I অনুরাগীদের নজর এখন বিয়ের রিসেপশনের দিকে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।