Breaking News

Ranbir Kapoor Alia Bhatt WEDDING : প্রকাশ্যে এলো রণবীর-আলিয়ার বিয়ের ছবি , সোশ্যাল মিডিয়া তোলপাড়

প্রায় পাঁচ বছর সম্পর্কের পর সাতপাকে বাঁধা পড়লেন আলিয়া ও রণবীর। পরিবারের উপস্থিতিতে দুই তারকা ঘুরলেন বিয়ের সাত পাক । কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’-তেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তারকা যুগোলের পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, অয়ন মুখোপাধ্যায়রা।আর বিয়ে শেষ হওয়ার পরই প্রকাশ্যে এল নব দম্পতির ছবি।  বিয়ে উপলক্ষ্যে ম্যাচিং পোশাক পরেছিলেন এই তারকা দম্পতি। আলিয়ার পরনে ছিল সাদা শাড়ি। তার উপর ছিল গোল্ডেন কাজ করা । আর রণবীরের পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় পাগড়ি।ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পান্নার একটি হার দিয়েই বাড়ির নতুন বউকে আশীর্বাদ করেছেন নীতু। তাঁর শাশুড়ি কৃষ্ণা রাজ কাপুর ওই হার দিয়ে আর্শীবাদ করেন তাঁকে।এরপরেই আলিয়া ইনস্টাগ্রামে বিয়ের ছবি আপলোড করেন জানা গিয়েছে, কাপুর খানদানের যাবতীয় রীতিনীতি মেনেই আলিয়াকে বিয়ে করেছেন রণবীর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।