শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Ravi Shankar Prasad CoochBehar: রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির ৫ সদস্যর দল কোচবিহারে

রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার

তৃণমূলের হামলায় (CoochBehar) ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে কোচবিহারে পৌঁছলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। (CoochBehar)শুক্রবার নিউ কোচবিহার স্টেশনে নেমে শহরের একটি হোটেলে পৌঁছন তিনি।সেখানেই বেশ কয়েকজন দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে ছিলেন মৃত বিজেপি কর্মী জয়ন্ত বর্মনের স্ত্রী কণিকা বর্মন।Ravi Shankar Prasad CoochBehar: রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির ৫ সদস্যর দল কোচবিহারে

এছাড়াও তুফানগঞ্জ ও দিনহাটার কাল মাটির বেশ কয়েকজন জখম কর্মীর পরিবারের সদস্যরাও হোটেলে উপস্থিত ছিলেন।
এরপরে কোচবিহার চকচকা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে যান রবিশঙ্কর। সেখান থেকে বেরিয়ে পঞ্চায়েত ভোটের দিন মৃত বিজেপি এজেন্ট মাধব বিশ্বাসের বাড়ি ফলিমারিতে যান ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির ৫জনের সদস্যরা। এই কমিটির নেতৃত্ব দিচ্ছিলেন রবিশঙ্কর।

এদিন কোচবিহারে এসে আহত বিজেপি কর্মীদের সাথে ও নিহত কর্মীর পরিবারের সাথে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন শুধু রাজ্যের সামনে নয় মমতা ব্যানার্জিকে গোটা দেশের সামনে বে নাকাপ করে ছাড়বো। একই সাথে পুলিশ প্রশাসনকে বলবো যে সমস্ত বিজেপি কর্মীরা এখনো বাড়িতে ফিরতে পারছে না তাদের দ্রুত বাড়িতে ফেরানোর ব্যবস্থা করতে হবে। একই সাথে যারা বিজেপি কর্মীদের প্রাণ নিয়েছে ও প্রাণ নেওয়ার চেষ্টা করে হামলা চালিয়েছে তাদেরও গ্রেফতার করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।