শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

rhino: ঘন কুয়াশায় পথ ভুলে জঙ্গল থেকে লোকালয়ে চলে এলো গন্ডার, আতঙ্ক এলাকায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

rhino: ঘন কুয়াশায় পথ ভুলে জঙ্গল থেকে লোকালয়ে চলে এলো গন্ডার, আতঙ্ক এলাকায়কদিন ধরেই প্রবল শীত আর কুয়াশায় (rhino) জবুথবু মানুষ ও জঙ্গলের প্রাণীরা। বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশায় পথ ভুলে জলদাপাড়া জঙ্গল থেকে একটি গন্ডার বেরিয়ে চলে আসে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমারহাটের নতুন পাড়া গ্রামে। গ্রামের এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সকাল বেলায় গ্রামের ভিতরে গণ্ডারকে ছোটাছুটি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন। এদিক ওদিক দৌড় ঝাঁপ করে পথ খুজে না পেয়ে গন্ডারটি শেষে গ্রামের একটি পুকুরে নেমে পড়ে। পুকুরের এক পাড়ে দাঁড়িয়ে গ্রামএর লোকজন গন্ডারটিকে তাড়াতে শুরু করেন। গ্রামবাসীদের তাড়ায় গন্ডারটি পুকুর পেরিয়ে ফের জঙ্গলের দিকে চলে যায়। গন্ডারটি জঙ্গলের দিকে চলে যাওয়ায় আতঙ্ক মুক্ত হন গ্রামের বাসিন্দারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।