শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Rhinoceros: কোচবিহার পাতলাখাওয়া থেকে উদ্ধার দুটি গন্ডার

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Rhinoceros: কোচবিহার পাতলাখাওয়া থেকে উদ্ধার দুটি গন্ডার  কোচবিহার জেলার পাতলাখাওয়া (Rhinoceros)এলাকা থেকে আজ দুটো এক শৃঙ্গ গণ্ডার উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় বলে জলদাপাড়া জাতীয় উদ্যান সুত্রে জানা গেছে সোমবার রাত সাড়ে নটা নাগাদ।‌ জলদাপাড়া বনভিবাগ থেকে জানানো হয়েছে এই নিয়ে আটটি গণ্ডার লোকালয় থেকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য গত রবিবার জলদাপাড়া অভয়ারণ্য থেকে বন্য জন্তুসহ গন্ডার ভেসে যায় বন্যার জলে। ‌ এরপর থেকেই বনদপ্তরের কর্মীরা গন্ডার উদ্ধার করার জন্য তৎপর হয়ে উঠে। ‌ দীর্ঘ প্রচেষ্টায় এক এক করে আটটি গন্ডার তারা উদ্ধার করতে পেড়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।