শরীরী উষ্ণতায় শীতের পারদ চড়াতে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।(Ritabhari Chakraborty) টলিপাড়ার ঋতাভরী যেন সর্বদাই ফ্যাশান স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন ।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুপারহট অবতারে ছবি পোস্ট করেছেন ঋতাভরী।অনাবৃত উরুতে যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। কালো রঙের লং জ্যাকেটে ভক্তদের পাগল করেছেন ঋতাভরী। জ্যাকেটের ফাঁকে চোখ আটকে রয়েছে ভক্তদের। খোলামেলা ছবিতে হট সেনসেশন পোজ দিয়েছেন ঋতাভরী। অভিনেত্রীর হাইভোল্টেজ ফিগারে বোল্ড আউট হয়েছেন ভক্তরা । বোল্ডনেসে তিনি সর্বদাই পাগল করে দেন ভক্তদের। ছবি থেকে ভিডিও সবেতেই হট মুভসে পাগল করে দেন ভক্তদের। এবারেও তার অন্যথা হয়নি ।খোলা চুলের আদায় পাগল হয়েছেন ভক্তরা। হট পোজে রীতিমতো কালঘাম ছুটিয়েছেন অনুরাগীদের। ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া। বঙ্গতনয়ার হাইভোল্টেজ ছবি দেখে নেশায় মত্ত সোশ্যাল মিডিয়া। টলিপাড়ার ঋতাভরী যেন সর্বদাই ফ্যাশন আইকন। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। শরীরী উষ্ণতায় পারদ চড়াতে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। কিছুদিন আগেই বিদেশ থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন ঋতাভরী চক্রবর্তী। বিদেশ থেকে ফিরেই একের পর এক ছবি শেয়ার করেছেন বঙ্গতনয়া, যা নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভাইরাল ছবি শোরগোল ফেলেছে নেটদুনিয়াতে ।