টলিপাড়া সবসময়ই ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে সরগরম থাকে । সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন কাড়তে বেশ সিদ্ধহস্ত এই অভিনেত্রী। তার একের পর এক বোল্ড ছবিতে ঘায়েল হয়েছে সাইবারবাসী। জলের সঙ্গে তার যে একটা গভীর সংযোগ রয়েছে সেটা নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল নজর রাখলেই বোঝা যায়। মাঝেমধ্যেই সুইমিং পুল, কিংবা সমুদ্র সৌকতের ছবি পোস্ট করে থাকেন টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি ফের সুইমিং পুলে ঝড় তুলেছেন ঋতাভরী। সম্প্রতি ঋতাভরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সুইমিংপুলে বসে সাবানের ফেনা গায়ে মেখে উষ্ণতার পারদ চড়িয়েছেন টলি নায়িকা। স্টাইলিশ বিকিনিতে বেরিয়ে রয়েছে বক্ষের অর্ধাংশ। ভিজে চুলে হট ক্লিভেজে ঋতাভরীকে দেখে চোখ সরাতে পারছেন না নেটনাগরিকরা। বুকের গভীর খাঁজে ঘায়েল হয়েছেন তার অসংখ্য ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ঋতাভরীর বোল্ড লুকের এই ভিডিও।সম্প্রতি ঋতাভরীর ইনস্টাগ্রাম ফলোয়ার হয়েছে ৩.৫ মিলিয়ন, আর সেই কারণেই বঙ্গতনয়া দারুণ খুশি । সকলকে এভাবেই পাশে থাকার অনুরোধ জানিয়েছেন ঋতাভরী। এই বাঙালি অভিনেত্রী যেন সোশ্যাল মিডিয়ার হটকেক। কিলার লুকে অভিনেত্রীর শরীরী সৌন্দর্যে কুপোকাত নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফ্যানেদের মাতিয়ে রাখতে হয়, সেটা যে বেশ ভালো করেই রপ্ত করেছেন ঋতাভরী তার সাহসী ফটোশ্যুটে সাইবারবাসীর বোল্ড আউট হওয়ার ঘটনায় আবার প্রমানিত। নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। একদিকে শরীরচর্চা আর অন্যদিকে কড়া ডায়েটিং -এই দুইয়ের ব্যালেন্সে তিনি হয়ে উঠেছেন হট অ্যান্ড সেক্সি।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper