Breaking News

Saira Banu-Dilip Kumar: প্রেমের জীবন্ত দলিল দিলীপ কুমারের সায়রা বানু আজ নিঃস্ব

বলিউডের অন্যতম শ্রেষ্ঠ নায়ক ও কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার গত বছর প্রয়াত হয়েছেন । স্বামীকে হারিয়ে অভিনেত্রী সায়রা বানুর জীবনে নেমে এসেছে চরম একাকিত্ব । নিজেকে তিনি সবকিছুর থেকে গুটিয়ে ফেলেছে । অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরা, মুমতাজ, ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহা বলেছেন, তারা বেশ কয়েকবার তার কাছে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সারা পাননি।সাক্ষাৎকারে মুমতাজ জানিয়েছেন, ‘খুবই দুঃখজনক। ইউসুফ সাহেবের মৃত্যুর পরে যেন কোনও খোলসের মধ্যে চলে গিয়েছেন সায়রাজি। তাঁর সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তাঁর কাছে পৌঁছোতে না পেরে বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম। কিন্তু দেখা হয়নি। খুবই খারাপ লাগছে।’অভিনেত্রী মুমতাজ আরও বলেন, ‘আমার মনে আছে শেষবার যখন আমি তাদের দুজনকে তাদের বাংলোতে দেখেছিলাম। সায়রাজি খুব মমতাময়ী ছিলেন। আমার জন্য সত্যিই সুস্বাদু কুকিজ এবং কেক তৈরি করেছিলেন।’ মুমতাজ দিলীপ কুমার এবং সায়রা বানু দুজনের সঙ্গেই ‘রাম অউর শ্যাম’, ‘আদমি অউর ইনসান’ ছবিতে কাজ করেছিলেন। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সায়রা বানুকে ফোন করলে কোনও উত্তর পাওয়া যায় না। কেবল আশা করতে পারেন অভিনেত্রী সুস্থ আছেন। শত্রুঘ্ন সিনহা বলেছেন, ‘দিলীপ সাহেবের চলে যাওয়ার পর তিনি একটি খোলসের মধ্যে চলে গিয়েছেন। আমরা সবাই সর্বশ্রেষ্ঠ অভিনেতাকে হারালাম। কিন্তু তিনি আরও অনেক কিছু হারিয়েছেন। আমি চাই তিনি আমার স্ত্রীর সঙ্গে কথা বলুক এবং যদি প্রয়োজন হয় আমরা তার জন্য আছি।’ ১৯৬৬ সালে বিয়ে করেন দিলীপ ও সায়রা। প্রায় ২২ বছরের ছোট সায়রা দিলীপ কুমারের থেকে। এই দম্পতির কোনও সন্তান নেই। পরস্পরকে আগলে রাখতেন দুজনে, সম্পর্কে চড়াই উতরাই এসেছে ঠিকই- সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু।তাদের পর্দার রোম্যান্স জীবনে বেঁচে থাকায় আজীবন জীবন্ত হয়ে থাকবে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।