বৃহস্পতিবার (Jalpaiguri) জলপাইগুড়ির ময়নাগুড়ি আমগুড়ির বাজারে অবস্থান বিক্ষোভ সিপিআইএমের সারা ভারত ক্ষেতমজুর সংগঠন এআইএডব্লিউইউ এর। (Jalpaiguri) সংগঠন সূত্রে খবর দিন -রাত ব্যাপি অবস্থান বিক্ষোভ চলবে।এদিন আমগুড়ি গ্রাম পঞ্চায়েতে একটি ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের তরফে! একশ দিনের বকেয়া ও মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে।
উপস্থিত ছিলেন জেলা সিপিআইএমের সম্পাদক সলিল আচার্য ও ক্ষেত মজুর সংগঠনের নেতারা।অন্য দিকের জেলা শহরে শোকের ছায়া এসএফআইএর রাজ্য কমিটির তথা সিটুর নেতা কমরেড পারসান খেড়িয়ার আকস্মিক প্রয়ানে। সংগঠন সুত্রে জানা যায় বুধবার ভোরে এই প্রয়াত নেতার ঝুলন্ত দেহ পাওয়া যায়। পুলিশের এসে ময়নাতদন্ত সারলে পরিবারের হাতে দেহ তুলে দেয়। পরে জেলা কার্যালয় মরদেহ পুষ্প নিবেদন করের শেষ শ্রদ্ধা জানায় নেতৃত্বরা, পরে শহর পরিক্রমা করে মরদেহ শ্মশানে নিয়ে যায়। এসএফআাই এর জেলা সম্পাদক অরিন্দম ঘোষ বলেন, কি করে এমন হল, বুজতে পারছি না, আমরা খুবই শোকাহত রয়েছি।