শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Save Drive Save Life Shibpur HOWRAH: সেফ ড্রাইভ সেভ লাইভ দিবস পালিত হলো শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চ্যাটার্জি পাড়া টি এইট বাস স্ট্যান্ড সংলগ্ন মোড়ে

রিপোর্ট : মহাশীষ রায় , এই যুগ, হাওড়া

২০১৬ সালের ৮ই জুলাই থেকে মাননীয় রাজ্য সরকারের তরফ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ দিবস শুরু হয়েছিল। সেই থেকে প্রতিবছর এই দিনটিতে সেভ ড্রাইভ সেফ লাইফ দিবস পালন করা হয়ে থাকে।সেফ ড্রাইভ সেভ লাইভ দিবস পালিত হলো শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চ্যাটার্জি পাড়া টি এইট বাস স্ট্যান্ড সংলগ্ন মোড়ে। তার কারণ একটাই পথ দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন ও রক্ষার করা। প্রতিবছর রাজ্য সরকার এই উদ্যোগ নিয়ে থাকেন, এর ফলে আগের তুলনায় অনেকটাই পথ দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছে মানুষ এবং সজাগ ও সচেতন হয়েছে ড্রাইভার ও পথ চলতি মানুষরা। রাজ্য সরকারের এই উদ্যোগ ব্যস্ততম মানুষের জীবনযাত্রায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলে তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানায়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস মহাশয় ও দাসনগর ট্রাফিক ইনচার্জ স্বরূপ সেন মহাশয় সহ  ব্যাটরা ট্রাফিক গার্ডের হারুন পাল ও দেবাশীষ গিরি অফিসার মহাশয় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।