শিলিগুড়ির (siliguri) কিরণ চন্দ্র শ্মশানে সোমবার উদ্বোধন হল দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লী। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব এদিন চুল্লীটির উদ্বোধন করেন। তিনি জানান এই শ্মশানে একটি মাত্র বৈদ্যুতিক চুল্লী থাকায় সৎকাজে কাজে সমস্যা হচ্ছিল। এই সমস্যা দূর করার কথা শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লী নির্মান এর উদ্যোগ গ্রহন করা হয়। এটি নির্মানে ব্যয় হয়েছে এক কোটি তিপ্পান্ন লক্ষ তিপ্পান্ন হাজার নয়শো তিয়াত্তর টাকা। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Goutam Deb siliguri: শিলিগুড়ির কিরন চন্দ্র শ্মশানে উদ্বোধন হল দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি