Breaking News

SFI: এসএফআই এর ডাকে জাতীয় শিক্ষা নীতি বিরোধী মিছিল ও কনভেনশন পূর্ব বর্ধমানে

রিপোর্ট : মনিপুষ্পক খাঁ , এই যুগ, পূর্ব বর্ধমান

SFI: এসএফআই ডাকে জাতীয় শিক্ষা নীতি বিরোধী কনভেনশন পূর্ব বর্ধমানে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এই মাটিতে (SFI)বড়লোকের শিক্ষা নীতি, বিভাজনের শিক্ষানীতি, সাম্প্রদায়িকতার শিক্ষানীতি ঠাই নাই সোচ্চারে এই দাবি তুলে সাম্প্রতিক প্রেসিডেন্সি কলেজে রাজ্যপালের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই । (SFI)ঠিক একই ভঙ্গিমায় , একই দাবি নিয়ে রাজ্য তথা দেশজুড়ে আন্দোলন চালাচ্ছে দেশের ছাত্র রাজনীতিতে অন্যতম প্রাসঙ্গিক ছাত্র সংগঠন এসএফআই । (SFI)আর সেই আন্দোলনের অন্যতম এক আঁচ এসে পড়ল সীতাভোগ, মিহিদানার শহর বর্ধমানে।

বর্ধমান  জেলা এসএফআই জাতীয় শিক্ষানীতি বিরোধী এক কনভেনশন করে এই শিক্ষানীতির তীব্র বিরোধীতা জানালো।কনভেনশনে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ভাস্কর গোস্বামী , এসএফআই রাজ্য কমিটির ছাত্রনেতা শুভজিৎ সরকার , জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী , জেলা সভাপতি প্রবীর ভৌমিক সহ অন্যান্য তরুণ ছাত্র নেতৃত্ববৃন্দ ।SFI: এসএফআই ডাকে জাতীয় শিক্ষা নীতি বিরোধী কনভেনশন পূর্ব বর্ধমানে
কনভেনশনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন । জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজগুলি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর পরিমাণে সাধারণ ছাত্র ছাত্রী উপস্থিতি তে জাতীয় শিক্ষানীতি বিরোধী কনভেনশনে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বহু পয়েন্ট ধরে বিস্তারিতভাবে এই শিক্ষানীতির আশঙ্কা গুলো তুলে ধরেন অধ্যাপক ভাস্কর গোস্বামী।

রাজ্য নেতৃত্ব শুভজিৎ এর কথায় ছিল – বিভাজনের শিক্ষানীতি কায়েম করতে চাইছে মোদি সরকার। এই শিক্ষানীতি যে আদতে বিশ্বায়নের যুগে মলের প্যাকেট বন্দি অখাদ্য খাবারের মতো তা তিনি উল্লেখ করেন। কনভেনশন থেকে জেলা সম্পাদক কমরেড অনির্বাণ রায় চৌধুরী সোচ্চারে ডাক দেন জাতীয় শিক্ষানীতি নিয়ে লড়াই চলবে ।

এদিনের কনভেনশন শেষে জাতীয় শিক্ষানীতি তে ছাত্রদের আক্রোশের ফলস্বরূপ একটি মিছিল ও প্রখর দাবদাহের মধ্যে জেলা এসএফআই অফিস থেকে কার্জন গেট পর্যন্ত পৌঁছায় , সেখানে ছাত্রছাত্রীরা জাতীয় শিক্ষানীতির খসড়া আগুনে নিক্ষেপ করে তীব্র প্রতিবাদ জানান ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।