Breaking News

Shivya Pathania: হনুমান চলিশা শুনিয়ে অভিনেত্রী কে কম্প্রোমাইজ করার প্রস্তাব, সোশ্যাল মিডিয়া তোলপার

কাস্টিং কাউচ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অন্যতম বিতর্কিত বিষয় I বিভিন্ন সময়ে অভিনেত্রীরা এই কাস্টিং কাউচ- এর শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে I এবার ছোটপর্দার বিখ্যাত অভিনেত্রী শিব্যা পাঠানিয়া শোনালেন তার তিক্ত অভিজ্ঞতার কথা I ‘হামসফর’ ধারাবাহিকে প্রথমবার পর্দায় আসেন অভিনেত্রী শিব্যা পাঠানিয়া। কিন্তু সেই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় সেসময় বিপাকে পড়েছিলেন তিনি। আট মাস হাতে কোনও কাজ ছিল না অভিনেত্রীর। সেসময়ই এক ব্যক্তির পাল্লায় পড়েছিলেন শিব্যা যিনি কাজের বিনিময়ে কম্প্রোমাইজ করতে বলেছিলেন অভিনেত্রীকে। তাঁর থেকে সেক্স্যুয়াল ফেভার চায় ঐ ব্যক্তি।
বাল শিব ধারাবাহিক থেকেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনেত্রী মনে করেন যে তিনি আশীর্বাদধন্য কারণ তিনি ছোট থেকেই আত্মবিশ্বাসে ভরপুর। তাঁর মতে যত বেশি কাজ করবেন তিনি তত বেশিই কাজ পাবেন। তবে অভিনয়ের দুনিয়ায় পা দিয়ে তাঁর এই আত্মবিশ্বাসেই আঘাত লাগে। বিউটি পেজেন্ট জিতেছিলেন তিনি। ছোটপর্দায় জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন। কিন্তু ইন্ডাস্ট্রির অন্ধকার দিক সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন অভিনেত্রী।অভিনেত্রী বলেন,’সান্তাক্রুজে অডিশনের জন্য আমাকে ডাকা হয়। আমি ঘরে ঢুকি, খুব ছোট ছিল ঘরটা। এক ব্যক্তি (যে হয়তো প্রযোজক) আমায় বলে যদি বড় সেলিব্রিটির সঙ্গে এই বিজ্ঞাপনটি তুমি করতে চাও তাহলে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। এই কথা বলেই আমার দিকে এগিয়ে আসতে থাকে। সবচেয়ে মজার বিষয় যেটা আমি কখনও ভুলতে পারব না, সেসময় ওর ল্যাপটপে হনুমান চালিশা চলছিল। এতোটাই মজার যে আমি হেসে ফেলি। আমি বলি, আপনার লজ্জা করে না? ভজন শুনতে শুনতে কী বলছেন আপনি?’এই ঘটনার এক বছরের মধ্যেই সত্যিটা সামনে আসে শিব্যার। তারপরেই অভিনেত্রী জানতে পারেন যে ঐ ব্যক্তি নকল, এমনকি তাঁর প্রযোজনা সংস্থারও কোনও অস্থিত্ব নেই। শিব্যা বলেন,’আমি আমার সব বন্ধুদের ওর ব্যাপারে বলি। যাতে আর কেউ ওর জালে না জড়ায়। জানি না কী করে এত সাহস পায় এরা?’সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া পড়েছে অভিনেত্রীর এই মন্তব্যেরতার সাহসিকতার প্রশংসায় সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে I সকলেই তার সাহসীকতার জন্য সাধুবাদ জানিয়েছে তাকে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।