শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Siliguri: শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত শিশুর মৃতদেহ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত শিশুর মৃতদেহশিলিগুড়ি (Siliguri) জেলা হাসপাতাল থেকে সদ্যোজাত (siliguri) এক শিশুর মৃতদেহ উধাও এর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার দুপুরের পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। জানা গেছে শিলিগুড়ি পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডের গোয়ালাপট্টির বাসিন্দা জনৈকা আসন্ন প্রসবা মহিলাকে বুধবার সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসেন। মহিলাকে হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানান মহিলার গর্ভেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে রাতে শিশুটিকে মৃত অবস্থায় প্রসব করানো হয়। হাসপাতাল থেকে মহিলার পরিবারের সদস্যদের জানানো হয় চার ঘন্টা পরে শিশুটির মৃতদেহ তারা হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবেন। রাত হয়ে যাওয়ায় মহিলার পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তারা বৃহস্পতিবার সকালে মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে যাবেন। সেইমতো বৃহস্পতিবার সকালে তারা হাসপাতালে আসেন। তাদের অভিযোগ সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃতদেহ তাদের হাতে তুলে দিতে পারেনি। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় শিশুটির মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছেনা। এখবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মৃত সদ্যোজাত শিশুর পরিবারের সদস্যরা। ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিবারের সদস্যরা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। হাসপাতাল সুপার অমিত দত্ত জানান ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং কর্তব্যরত কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করা হবে। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।