বন দপ্তরের কার্শিয়াং বিভাগের ঘোষপুকুর রেঞ্জের বন কর্মী ও সশস্ত্র সীমা বল একচল্লিশ নম্বর ব্যাটালিয়ন রানীডাঙ্গার জওয়ানদের যৌথ অভিযানে ভেস্তে গেলো ফ্রান্সে তৈরি কোটি টাকা মূল্যের সাপের বিষ পাচারের ছক। জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে বন কর্মী ও সশস্ত্র সীমা বলের জওয়ানদের যৌথ বাহিনী ফাঁসিদেওয়া ব্লকের মুরলীগঞ্জে ইসলামপুর শিলিগুড়ি সড়কে ওঁত পেতে চালক ও আরোহী সহ একটি মোটর বাইক আটক করে তল্লাশী চালিয়ে মোটরবাইকে থাকা একটি ব্যাগ থেকে জার ভর্তি বহুমূল্য সাপের বিষ উদ্ধার করে। মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে। বন দপ্তর সূত্রে জানা গেছে এই বিষ বাংলাদেশ থেকে মালদহ হয়ে নেপালে পাচারের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক ব্যক্তিদের আদালতে পেশ করে বন দপ্তর তাদের হেপাজতে নেবার আবেদন জানিয়েছে। ধৃতদের একজন ইসলামপুরের ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা, তার নাম কলিমুদ্দীন আনসারি (৪৮), অপরজনের নাম জুবের খান (৪১) অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বন দপ্তর ও এস এস বি তাদের জেরা করে এই চক্রের সন্ধান পেতে চাইছে। উল্লেখ্য এর আগে আরও কয়েকবার এধরণের সাপের বিষ উদ্ধার হয়েছে ফলে বন কর্মীদের ধারণা এই পাচার চক্রে আন্তরাষ্ট্রীয় যোগ রয়েছে।
Siliguri: বনকর্মী ও এসএসবি জওয়ানদের যৌথ অভিযানে ভেস্তে গেলো কোটি টাকা মূল্যের সাপের বিষ পাচারের ছক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper