এস এস সি চাকরি (siliguri) নিয়োগ দূর্নীতি ও ওয়াকফ বিলের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন স্থানে অস্থিরতার প্রতিবাদে সোমবার শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপির ছাত্র সংগঠন এবি ভি পির সদস্যরা। এদিন তারা হাতে পোস্টার, ব্যনার নিয়ে শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পথ অবরোধ করেন। পথ অবরোধের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কুশপাতুল দাহ করতে গেলে পুলিশের সাথে বিক্ষোভ কারীদের ঝামেলা বাধে, পুলিশি হস্তক্ষেপেই আবার তা মিটে যায়। বিক্ষোভকারীরা জানান মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারীর দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
siliguri: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে বিক্ষোভ এবিভিপির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি