Breaking News

siliguri: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক শনিবার সকালে (siliguri) বাংলা বিহার সীমানার পাঞ্চাভিটা এলাকায় তিনশ সাতাশ নম্বর জাতীয় সড়কে এক যুবককে আটক করে সশস্ত্র সীমা বল একচল্লিশ নম্বর ব্যাটালিয়ন এর জওয়ানরা। আটক যুবককে তল্লাশী চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার হয় দুশো তিন গ্রাম ব্রাউন সুগার। ধৃত যুবকের নাম মহম্মদ ইরফান, সে বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা। বিহার থেকে খড়িবাড়িতে ব্রাউন সুগার বিক্রির উদ্দ্যেশ্যে সে এসেছিলো বলে জানায় পুলিশ। সশস্ত্র সীমা বলের জওয়ানরা যুবককেখড়িবাড়ি থানার পুলিশকে হস্তান্তর করলে পুলিশ যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।