Breaking News

SILIGURI: চিকিৎসার গাফিলতিতে মৃত্যু শিশুর, শিলিগুড়ি জেলা হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

SILIGURI: চিকিৎসার গাফিলতিতে মৃত্যু শিশুর, শিলিগুড়ি জেলা হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতিচিকিৎসার (SILIGURI) গাফিলতিতে একটি শিশুর মৃত্যু হয়েছে অভিযোগে রবিবার ব্যপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে। জানা গেছে গত মঙ্গলবার মাটিগাড়ার বাসিন্দা সাত বছরের হামিদ রাজা নামে এক শিশুকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা,নাক কানব্যথা উপসর্গ সহ শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সুস্থ হলে শনিবার হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটির পর শিশুর পরিবারের সদস্যরা শিশুটিকে বাড়ি নিয়ে চলে যান। রবিবার সকালে শিশুটি ফের বাড়িতে অসুস্থতা বোধ করলে তাকে তড়িঘড়ি পুনরায় জেলা হাসয়াতালে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। হাসপাতালের জরুরী পরিষেবা বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখে জানান শিশুটি সুস্থ আছে। তিনি শিশুর পরিবারের সদস্যদের বলেন পরদিন বহির্বিভাগে শিশুকে নিয়ে এসে চিকিৎসা করাতে। পরিবারের সদস্যদের অভিযোগ তারা চিকিৎসককে শিশুটির চিকিৎসা শুরু করার কথা বললে চিকিৎসক তাদের সাথে দুর্ব্যবহার করেন ও শিশুর চিকিৎসা শুরু করেননি। চিকিৎসা শুরু না হওয়ায় শিশুটি কিছুক্ষন বাদে মারা যায়। এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল সুপার চন্দন ঘোষ জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে,ভবিষ্যতে যাতে এধরণের ঘটনা না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।