শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

siliguri: ডাক পার্সেল ভ্যানে করে মদ পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: ডাক পার্সেল ভ্যানে করে মদ পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, গ্রেপ্তার দুই ডাক পার্সেল (siliguri) ভ্যানে করে মদ পাচারের ছক ভেস্তে দিলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ। জানা গেছে প্রধাননগর থানার পুলিশ সোমবার রাতে গোপন সুত্রে খবর পায় বিহার নম্বরের একটি ডাক পার্সেল ভ্যানে করে সিকিম থেকে শিলিগুড়ি হয়ে বিহারে মদ পাচারের পরিকল্পনা করেছে পাচারকারীরা। খবর পেয়ে পুলিশ সার্কিট হাউস লাগোয়া এলাকায় নাকা চেকিং শুরু করে। গভীর রাতে নাকা চেকিং এ আটক করা হয় বিহার নম্বরের ডাক পার্সেল ভ্যানটিকে। তল্লাশীতে ডাক পার্সেল ভ্যান থেকে উদ্ধার হয় একশ এগারো কার্টন বিদেশী মদ। চালক প্রেমকুমার মদের কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় তাকে ও সহকারী চালক সন্তোষ কুমারকে। দুজনেই বিহারের মজঃফরপুর জেলার বাসিন্দা। ভ্যান সহ মদ বাজেয়াপ্ত ও গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে মঙ্গলবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ এই পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।