দীর্ঘ দশ বছর বন্ধ (Siliguri) থাকার পর চলতি মাসের প্রথম সপ্তাহেই খুলতে চলেছে শিলিগুড়ি লাগোয়া পানিঘাটা চা বাগান। জানা গেছে ২০১৫ সালে শ্রমিক মালিক অসন্তোষের জেরে মালিকপক্ষ সাসপেন্সন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যান। বিপাকে পড়েন চা বাগানের কর্মরত শ্রমিক ও তাদের পরিবার পরিজন। অবশেষে এবছরের ঊনত্রিশ এপ্রিল শিলিগুড়িতে সহকারী শ্রম কমিশনারের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হয়।মালিক পক্ষ জানান দশ বছর পর বাগান খুলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। শ্রমিকরা যদি পরিপূর্ণ সহযোগিতা করেন তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হবে। শ্রমিকরা জানান এই দশ বছর তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েও বাগান ছেড়ে যাননি, তারা চাইছেন বাগান ফের খুলুক। বাগানের পরিস্থিতি স্বাভাবিক করতে তারা পুর্ন সহযোগিতা করবেন।
Siliguri: দীর্ঘ দশ বছর বন্ধ থাকার পর খুলছে পানিঘাটা চা বাগান, খুশীর হাওয়া শ্রমিক মহল্লায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper