ফুলকপির (Siliguri) বস্তার আড়ালে মদের কার্টন বোঝাই করে বিহারে পাচারের ছক কষেছিলো পাচারকারি। কিন্তু আবগারি দপ্তরের অভিযান ভেস্তে দিলো সেই ছক। জানা গেছে আবগারি দপ্তরের শিলিগুড়ির সার্কেলের ওসি দিপক টিগগা গোপন সূত্র মারফত খবর পান যে পিক আপ ভ্যানে ফুলকপির বস্তার আড়ালে করে মদ পাচার হচ্ছে। খবর পেয়ে তিনি কর্মীদের নিয়ে শনিবার সকালে অভিযান শুরু করেন। শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজের সামনে তারা পিক আপ ভ্যানটিকে আটক করে তল্লাশী চালান। তল্লাশীতে পিক আপ ভ্যানে বোঝাই ফুলকপির বস্তার আড়াল থেকে উদ্ধার হয় একশো পঞ্চাশ কার্টন মদ। গ্রেপ্তার করা হয় পিক আপ ভ্যানের চালক রোশন কুমারকে। রোশন কুমার বিহারের বাসিন্দা। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে মোট আঠারোশ বোতল মদ উদ্ধার হয়েছে,আনুমানিক বাজার মূল্য একচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা। ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই পাচার চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।
Siliguri: ফুলকপির বস্তার আড়ালে মদ পাচারের ছক ভেস্তে দিলো আবগারি দপ্তর, গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper