শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

siliguri: গাঁজা সহ গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: গাঁজা সহ গ্রেপ্তার এক শিলিগুড়ি থানার সাদা (siliguri) পোষাকের পুলিশ শনিবার সন্ধ্যায় গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গেছে এদিন সন্ধ্যায় শিলিগুড়ি থানার সাদা পোষাকের পুলিশ টহলদারি চালানোর সময় লক্ষ্য করে নির্মিয়মান ফ্লাই ওভার এর নীচে এক ব্যক্তি দুটো সাদা ব্যাগ হাতে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে। পুলিশ গিয়ে ঐ ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তির ব্যাগ দুটি থেকে উদ্ধার হয় ছয় প্যাকেট গাঁজা। গ্রেপ্তার করা হয় আটক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস, সে নদীয়া জেলার বাসিন্দা। উদ্ধার করা গাঁজার পরিমান পঁচিশ কেজি। উদ্ধার সহ গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।