Breaking News

siliguri: জাল আধার কার্ড নিয়ে ভারত থেকে নেপাল প্রবেশের সময় ছয় মায়ানমারের নাগরিককে গ্রেপ্তার করলো এসএসবি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: জাল আধার কার্ড নিয়ে ভারত থেকে নেপাল প্রবেশের সময় ছয় মায়ানমারের নাগরিককে গ্রেপ্তার করলো এসএসবিজাল ভারতীয় (siliguri) আধার কার্ড নিয়ে নেপালে প্রবেশের সময় ছয় জন মায়ানমারের নাগরিককে গ্রেপ্তার করলো ভারত নেপাল সীমান্তে কর্তব্যরত সশস্ত্র সীমা বলের জওয়ানরা। জানা গেছে ধৃতরা রবিবার ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ি থানার পানিট্যাংকি সীমান্ত দিয়ে নেপালে প্রবেশ করতে চাইলে তাদের চালচলনে সন্দেহ হওয়ায় কর্তব্যরত জওয়ানরা প্রথমে তিন জন ও পরে আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাদের কথাবার্তায় অসংগতি ছিল বলে জানান এস এস বি জওয়ানরা। তাদের থেকে উদ্ধার হয় জাল ভারতীয় আধার কার্ড। কোনো পাসপোর্ট বা ভিসা তাদের কাছে না থাকায় তাদের গ্রেপ্তার করে এস এস বি। ধৃতরা জানিয়েছে তারা দিল্লীতে জাল আধার কার্ড তৈরি করে। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। এস এস বি ধৃতদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানানো হয় ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করে তাদের সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।