শিলিগুড়ি (siliguri) শহরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে পৌর নিগমের চার নম্বর ওয়ার্ডের কাচরা মাঠে একটি ওভারহেড জলাধারের নির্মান কাজের সুচনা করলেন মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার এই নির্মান কাজের সূচনা করে মেয়র জানান “অম্রুত ২.০” প্রকল্পে শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে এই নির্মান কাজ শুরু হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জল বিভাগের মেয়র পারিষদ,এক নম্বর বোরো চেয়ারম্যান, কাউন্সিলরগন, সংশ্লিষ্ট দপ্তর এর আধিকারিকগন সহ এলাকার বিশিষ্টজনেরা।
siliguri: ওভারহেড জলাধার নির্মান কাজের সূচনা করলেন মেয়র গৌতম দেব
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper