পাচারের আগেই (siliguri) উদ্ধার ছশো গ্রামের বেশী ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই বোন। জানা গেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পায় যে ঝংকার মোড় লাগোয়া টিউমল পাড়ায় মাদক পাচার হবে। খবরের ভিত্তিতে স্পেশাল অপারেশন গ্রুপ, শিলিগুড়ি থানার পুলিশ ও খালপাড়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে রবিবার সন্ধ্যায় নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। সেই সময় পুলিশের নজরে আসে দুই মহিলা সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।মহিলাদের দেখে পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশের যৌথ দল তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশী চালায়। তল্লাশীতে দুই মহিলাদের হেফাজত থেকে উদ্ধার হয় ছশো গ্রামের বেশী ব্রাউন সুগার। মহিলারা দুজন সম্পর্কে বোন। তাদের নাম মোমিনা বেগম ও সাবানা খাতুন। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
siliguri: পাচারের আগেই উদ্ধার ছশো গ্রামের বেশি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই বোন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি