গোপন সুত্রে (Siliguri) পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আবগারি দপ্তরের শিলিগুড়ি বিভাগের কর্মীরা সোমবার রাতে শিলিগুড়ির চম্পাসারী মোড়ে একটি অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়িতে বোঝাই করা বাঁধাকপি ও ফুলকপির বস্তার আড়াল থেকে উদ্ধার হয় বাহাত্তর কার্টন সিকিমে তৈরি মদ। রাজস্ব ফাঁকি দিয়ে এই মদ সিকিম থেকে বিহারে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। গ্রেপ্তার করা হয় চারজনকে। ধৃতদের নাম অঙ্কিত কুমার মহারাজ, অনিল কুমার পাশওয়ান,রামবাবু পাশওয়ান,অরবিন্দ কুমার সিং। আবগারি দপ্তর সূত্রে হয় উদ্ধার করা মদের আনুমানিক বাজার মূল্য ষোলো লক্ষাধিক টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।
Siliguri: পাচারের আগেই উদ্ধার ষোলো লক্ষাধিক টাকার মদ, গ্রেপ্তার চার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি