শুক্রবার রাতে নাকা তল্লাশীর (siliguri) সময় মাটিগাড়া থানার পুলিশ বালাসন সেতুর কাছে দুটি ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে দুটি ট্রাক থেকে উদ্ধার হয় ঊনপঞ্চাশটি গবাদিপশু। ট্রাক দুটির চালক গবাদিপশু গুলির কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে শনিবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম জয়প্রকাশ সিং ও কুন্দন কুমার, দুজনেই বিহারের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে গবাদিপশু গুলি বিহার থেকে অসম ও অরুনাচল প্রদেশে পাচারের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
siliguri: পাচারের পথে উদ্ধার ঊনপঞ্চাশটি গবাদি পশু,গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি