Breaking News

Siliguri: শিলিগুড়ি পৌর নিগমের নব নির্মিত চার তলা ভবনের দ্বারোদঘাটন করলেন মেয়র

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: শিলিগুড়ি পৌর নিগমের নব নির্মিত চার তলা ভবনের দ্বারোদঘাটন করলেন মেয়রশিলিগুড়ি (Siliguri) পৌর নিগমের নব নির্মিত একটি চারতলা ভবনের দ্বারোদঘাটন করলেন মেয়র গৌতম দেব। বুধবার এই ভবনটির দ্বারোদঘাটন করে মেয়র জানান এটি নির্মানে ব্যয় হয়েছে এক কোটি ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা। পুরনো ভবনে নিগমের কাজ কর্ম করতে সমস্যা হচ্ছিলো। নতুন এই ভবনে নিগমের জল, স্বাস্থ্য,সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ বেশ কয়েকটি দপ্তর স্থানান্তর করা হবে। নীচ তলায় থাকছে দ্বিচক্রযান পার্কিং এর স্থান। এখনও কাজ চলছে লিফট বসানোর এবং ছাদে সোলার প্যানেল বসানোর। এগুলির ব্যয় আলাদা ভাবে ধরা হবে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ মেয়র পারিষদগন ও কাউন্সিলরগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।