শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Bengal Safari: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নতুন বছরেই আনা হচ্ছে সিংহ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Bengal Safari: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নতুন বছরেই আনা হচ্ছে সিংহ ইংরাজি (Bengal Safari) নতুন বছরেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা হচ্ছে একটি সিংহ। (Bengal Safari)পশ্চিমবঙ্গ জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী ও রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা সাংবাদিকদের এই খবর দিয়ে জানান নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরা থেকে সিংহটিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হবে। এর জন্য সমস্ত আইনী প্রক্রিয়া শেষ হয়েছে। সিংহটিকে এখানে আনার পর কিছুদিন পর্যবেক্ষনে রেখে তারপর সিংহের খাঁচাটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারা আরও জানান বেঙ্গল সাফারি পার্কে নতুন বছরে আরও কয়েকটি নতুন অতিথি নিয়ে আসার চিন্তা ভাবনা চলছে। নতুন বছরে বেঙ্গল সাফারি পার্কে সিংহের আগমন নিশ্চিতভাবেই পর্যটকদের জন্য বাড়তি পাওনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।