শিলিগুড়ি (siliguri) পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার এর উপর হামলার অভিযোগে এপর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ। উল্লেখ্য শনিবার ডেপুটি মেয়র শিলিগুড়ি প্রধাননগর এলাকায় একটি নার্সিং হোমে যাচ্ছিলেন, সে সময় কয়েকজন রাস্তায় তার গাড়ি আটক করে গাড়ির উপর হামলাল চালিয়ে তাকে হেনস্তা করে ও তাকে প্রাণে মারার হুমকি দেয়। রবিবার সকালে ডেপুটি মেয়র প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন ।অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে চার নম্বর ওয়ার্ডের টিউমল পাড়া থেকে দুজনকে গ্রেপ্তার করে, তাদের নাম দিব্যেন্দু দাস ও বিজয় শর্মা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে আরো দুজনকে গ্রেপ্তার করে তাদের নাম সুধাকর চৌধুরী ও বিশাল নন্দী। সোমবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
siliguri: শিলিগুড়ির ডেপুটি মেয়র এর উপর হামলার অভিযোগে মোট চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper