শিলিগুড়ি ( Siliguri ) লাগোয়া রাঙ্গাপানিতে একটি রেল ওভারব্রীজের শিলান্যাস করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। বুধবার এই রেল ওভারব্রীজের শিলান্যাস করে সাংসদ রাজু বিস্তা জানান এটি তৈরি করতে সত্তর কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এই টাকার পুরোটাই কেন্দ্রীয় সরকার দিচ্ছে। সাংসদ আরও জানান মাটিগাড়া, রাঙ্গাপানি,শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, প্রভৃতি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো রাঙ্গাপানির পাঁচ নম্বর লেভেল ক্রসিং এ একটি ওভারব্রীজ তৈরি করার। তিনি সংসদে কয়েকবার বিষয়টি তুলে ধরেন ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে রেল ওভারব্রীজটি নির্মানের জন্য আবেদন জানান। অবশেষে রেল মন্ত্রী তার আবেদনে সাড়া দিয়ে রেল ওভারব্রীজ নির্মানের বিষয়টির অনুমোদন দেন। ওভারব্রীজটি নির্মিত হলে বিভিন্ন এলাকার মানুষজনকে আর লেভেল ক্রসিং এ আটক হয়ে সমস্যায় পড়তে হবেনা। উপিস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ লাগোয়া এলাকার বিজেপি বিধায়কগন, রেলের আধিকারিকগন সহ সংশ্লিষ্ট দপ্তরের বাস্তুকারগন।
Siliguri: শিলিগুড়ির রাঙ্গাপানিতে রেলের ওভারব্রীজের শিলান্যাস করলেন সাংসদ রাজু বিস্তা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper