দীর্ঘদিনের ২৮ নম্বর (siliguri) ওর্য়াডের জলকষ্ট সমাধান হতে চলেছে।মঙ্গলবার সকালে ২৭ নম্বর ওর্য়াড ৫ নম্বর ওর্য়াডের পাম্পিং স্টেশন গুলো ঘুরে দেখেন পুরনিগমের মেয়র গৌতম দেব মেয়র পারিষদ দুলাল দত্ত কাউন্সিলর বোরো (siliguri) চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকেরা বিভিন্ন স্থান ঘুরে বেরান।একিই সাথে ২৭ নম্বর ওর্য়াডের জ্যোৎস্নাময়ী স্কুলের ঠিক পেছনে অবস্থীত পাম্পিং স্টেশন ঘুরে দেখার পাশাপাশি ঐ এলাকার বাসিন্দাদের সঙ্গে তাদের সমস্যার কথা শোনেন।ঐ অঞ্চলের রাস্তা প্রস্তুতি করণ করর জন্য জ্যোৎস্নাময়ী স্কুলের কিছু টা জমি দেবার জন্য ধন্যবাদ জানান মেয়র।এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান এই রাস্তা চওরা হলে গাড়ি ও এম্বুলেন্স ঢুকতে পারবে।জল নিয়ে জানান এলাকাবাসীরা তাকে জানান পাম্প চলার সময় অনেক জোড়ে আওয়াজ হয়।তাদের বাড়িতে অসুস্থ বৃদ্ধ লোক রয়েছে।গৌতমবাবু এই বিষয় শিকার করে বলেন তিনি বাস্তুকারদের বলেছেন এই আওয়াজ চলবে না কমাতে হবে ।
siliguri: শহরবাসীর জল কষ্ট মেটাতে দিনভর আধিকারিকদের সঙ্গে মেয়র গৌতম দেব
রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper