Breaking News

Siliguri: শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে মিড ডে মিল রান্নার জন্য পৌর এলাকার চৌত্রিশ টি স্কুলকে দেওয়া হলো গ্যাস চুলা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে মিড ডে মিল রান্নার জন্য পৌর এলাকার চৌত্রিশ টি স্কুলকে দেওয়া হলো গ্যাস চুলাশিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে পৌর এলাকার চৌত্রিশ টি স্কুল্কে দেওয়া হলো গ্যাস চুলা। সোমবার বাঘা যতীন পার্কের রবীন্দ্র মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে চৌত্রিশটি স্কুল কর্তৃপক্ষের হাতে গ্যাস চুলা গুলি তুলে দেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য কাউন্সিলর গন ও এলাকার বিশিষ্টজনেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।