Breaking News

siliguri: তূষের বস্তার আড়ালে মহিষ পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, উদ্ধার চল্লিশটি মহিষ, গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: তূষের বস্তার আড়ালে মহিষ পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, উদ্ধার চল্লিশটি মহিষ, গ্রেপ্তার দুইলরিতে তূষের (siliguri) বস্তার আড়ালে মহিষ পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ। উদ্ধার হয় চল্লিশটি মহিষ, গ্রেপ্তার করা হয় দুজনকে। জানা গেছে শনিবার রাতে নকশালবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় লরিতে তূষের বস্তার আড়ালে মহিষ বোঝাই করে পাচারের ছক কষেছে পাচারকারীরা। খবর পেয়ে পুলিশ থানা এলাকার সাতভাইয়া মোড়ের কাছে শিলিগুড়ি বিহার সড়কে নাকা চেকিং বসিয়ে লরিটি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে লরিতে রাখা তূষের বস্তার আড়াল থেকে উদ্ধার হয় চল্লিশটি মহিষ। গ্রেপ্তার করা হয় দুজনকে তারা মহিষের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি। ধৃতদের নাম জাহিরুল ইসলাম ও মফিজুল শেখ, দুজনেই অসমের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে মহিষগুলি বিহার থেকে নিয়ে আসা হয়। আলিপুরদুয়ার ও অসম হয়ে মহিষগুলিকে বাংলাদেশে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে রবিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।