চব্বিশের (siliguri) লোকসভার আগে পঞ্চায়েত ভোটকে যে পাখির চোখ করেছে তা আগে স্পষ্ট বঙ্গ – কেন্দ্র উভয় পক্ষের বিজেপি নেতৃত্বের কথায়। তার মধ্যে পঞ্চায়েতের মধ্যে বিজেপি কেন্দ্রের তিন হেবিওয়েট খোদ নরেন্দ্র মোদি – অমিত শাহ -জেপি নাড্ডার সভা করার কথা বাংলায়। এর মধ্যে এদিন উত্তরবঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় জাহাজ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সর্বানন্দ সেনোয়াল তথা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এদিন বাগডোগড়া বিমান বন্দরে মন্ত্রীকে স্বাগত জানান দার্জিলিংএর বিজেপি সাংসদ রাজু বিস্ত, জলপাইগুড়ি সাংসদ ডাঃ জয়ন্ত রায়, নক্সালবাড়ী বিধায়ক আনন্দময় বর্মন, শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ, জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী, দূর্গা মুর্মসহ নেতৃত্বরা।
পরে একটি কেন্দ্রীয় সরকারের নবমবর্ষ পূর্তি উপলক্ষে একটি সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকার তথা মোদি সরকারের উন্নয়ন মুলক কাজ ও প্রকল্প গুলি তুলে ধরেন। শেষে একটি সাংবাদিক বৈঠকে মিলিত হন। তাতে তিনি জনকল্যাণমূলক প্রকল্প ও রাজ্যের সামগ্রিক পরিস্থিতির কথা বলেন।