বিশ্বপরিবেশ দিবসের (siliguri) আগের দিন বিধায়ক অভিনব কর্মসূচি শুরু করলেন। এর গত দুদিন আগে দলের কার্যকর্তাদের নিয়ে নিজ হাতে নৌকাঘাট মোড়ের পঞ্চানন বর্মা মূর্তির পাশে ঘাসসহ জঙ্গল পরিস্কার করে তাক লাগিয়ে দিয়েছিলেন। তারও আগে উত্তরের জঙ্গল বা ফরেস্ট কেটে ধংসের ও দখলের অভিযোগ এনে সরব হন এতে সরকার তথা শাসকদলে সাথে তার বিরোধ ক্রমশ্য। আজ এক অভিনব উদ্যোগ দেখা গেল বিধায়ক শঙ্কর ঘোষের হাত ধরে বন ও পরিবেশ রক্ষায় লাটাগুড়ি ( ডুয়ার্স চলো) চলো বন ও পরিবেশ রক্ষা করো সাইকেল যাত্রা। শিলিগুড়ি থেকে এই যাত্রা শুরু হয় যা পৌঁছবে লাটাগুড়িতে।
siliguri: উত্তরবঙ্গের বন ও পরিবেশ রক্ষায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের উদ্যোগে সাইকেল যাত্রা
রিপোর্ট : দেবব্রত সেন, এই যুগ, শিলিগুড়ি