শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

SIR : SIR এর শুনানি পর্ব শুরু শনিবার থেকে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

SIR : SIR এর শুনানি পর্ব শুরু শনিবার থেকেআগামীকাল ২৭ ডিসেম্বর , শনিবার সকাল থেকে (SIR )শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য শুনানি প্রক্রিয়া কাজ।রাজ্যের ২৯৪টি বিধানসভার মধ্যে ২৯২টি বিধানসভা কেন্দ্রে শনিবার সকাল থেকেই শুরু হবে শুনানির কাজ।দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার (১৪৩ নং) এবং ফলতা (১৪৪ নং) বিধানসভা কেন্দ্রে খুবই কম সংখ্যাক ভোটারকে শুনানির নোটিস দেওয়ার জন্য এই দুই কেন্দ্রে শুক্রবারই বিশেষ নিবিড় সংশোধনের শুনানি সম্পন্ন হয় । প্রত্যেক বিধানসভা এলাকায় মোট ১১টি জায়গায় শুনানির কাজ চলবে।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে শুনানির কাজ। প্রত্যেক শুনানির টেবিলে ভোটার ছাড়া বিএলও ইআরও, এইআরও, বিএলও সুপার ভাইজার এবং মাইক্রো অবজ়ার্ভাররা থাকবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী , শুনানি পর্বে কোনও সিসিটিভি থাকবে না। প্রত্যেক শুনানি কেন্দ্রে একটি করে রেজিস্টার রাখা থাকবে। শুনানিতে উপস্থিত ইআরও, এইআরও, এবং মাইক্রো অবজ়ার্ভাররা স্বাক্ষর করবেন। এই তথ্য পরবর্তীতে কমিশনের সফটওয়্যার আপলোড করা হবে । শুনানি চলাকালীন শুনানি কেন্দ্রে অন্য কোন বাইরের মানুষ যাতে প্রবেশ করতে পারে সে বিষয়ে ও সচেতন কমিশন । বলাবাহুল্য শুনানি তে ভোটারদের ১২ টি ডকুমেন্ট এর মধ্যে ১ টি ডকুমেন্ট দেখালে সেই ভোটারের তালিকায় নাম উঠবে , এই বিষয় টি নিয়ে ভোটারদের কোন রকমের ভয় না পাবার পরামর্শ দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।