শনিবার , জানুয়ারি 24 2026
Breaking News

SIR: এসআইআর হিয়ারিং নোটিশ মানতে নারাজ, BLO কে আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীর

রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি

SIR: এসআইআর হিয়ারিং নোটিশ মানতে নারাজ, BLO কে আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীরময়নাগুড়ি ব্লকের (SIR) ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বধর্মপুর বাগানবাড়ি এলাকায় এসআইআর হিয়ারিং নোটিশ বিতরণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। এদিন নোটিশ নিতে অস্বীকার করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিক্ষুব্ধ এলাকাবাসী সংশ্লিষ্ট বিএলও-কে আটকে রেখে প্রতিবাদে সামিল হন। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দা সুরত আলী অভিযোগ করে বলেন, “অনেকবার ফর্ম ফিলাপ করেও হয় না। আজকে আবার নোটিশ ধরিয়ে দিয়েছে। এই নোটিশ আমরা মানছি না, মানবো না। আমাদের গরিব মানুষের এত হয়রানি করে। আমাদের এলাকায় অনেক মানুষের নামে নোটিশ এসেছে।”আরেক বাসিন্দা মনসুর আলী জানান, “আমাদের যাবতীয় ডকুমেন্টস প্রথমবার দেওয়ার পর আমাদের নামে নোটিশ আসে। আবার নতুন করে ডকুমেন্টস দেওয়ার পরও নোটিশ এসেছে। আমরা যখন ২০০২ সালে ভোটার লিস্টে নাম তুলি তখন সব বাংলায় ছিল। এখন বাংলার সঙ্গে ইংরেজি বানানের কোন মিল নেই। এই কারণে বারবার নোটিশ আসছে।” তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “উনি নির্বাচন কমিশন নন, উনি নির্যাতন কমিশন।”অন্যদিকে, বিএলও নবীউল ইসলাম জানান, তাঁর পার্টের ১৭৩ জন ভোটারের নামে বিভিন্ন কারণে নোটিশ জারি হয়েছে। তিনি বলেন, “আমি যথা সময়ে বুঝে নোটিশ বিলির জন্য আসি। কিন্তু অত্র এলাকার নোটিশ হোল্ডাররা এই নোটিশ মানছেন না, তারপর আমাকে আটকে রাখে।”ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ভোটপাট্টি পুলিশ আউট পোস্টের ওসি তেনজিং ভুটিয়া। পরে ময়নাগুড়ি জয়েন্ট বিডিও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।