Breaking News

Smriti Irani: বিজেপি কর্মীর বাড়িতে মাটিতে বসে মধ্যাহ্নভোজন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

রিপোর্ট : সুমিত পালিত , এই যুগ, হুগলী

Smriti Irani: বিজেপি কর্মীর বাড়িতে মাটিতে বসে মধ্যাহ্নভোজন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরবিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।২৯ বছর আগে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হন জাঙ্গিপাড়ার রাজবল হাটের বিজেপি কর্মী আনন্দ মালিক।জেলা সফরের শেষ দিনে নিহত বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।প্রথমে নিহত বিজেপি কর্মী আনন্দ মালিকের মূর্তিতে মাল্যদান করেন তিনি।
ছেলে অরুণ মালিক ও স্ত্রী সাধনা মালিকের সাথে কথা বলেন স্মৃতি ইরানি।সেখানেই মধ্যাহ্নভোজন সারেন মন্ত্রী।খাবার মেনুতে ছিল সাদা ভাত ,ডাল,শাক ভাজা,পটল ভাজা, উচ্ছে ভাজা,শুকতো, আলু পোস্ত, পাঁপড় ও টোমোটো ও খেঁজুরের চাটনি।নিজেদের হাতে রান্না করে কেন্দ্রীয় মন্ত্রী কে খাওয়াতে পরে খুশি নিহত বিজেপি কর্মী আনন্দ মালিকের পরিবার।উল্লেখ এদিন সকালে জাঙ্গিপাড়া বড়হল থেকে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড পযন্ত অমৃত মহোৎসব যাত্রায় যোগ দান করেন কেন্দীয় মন্ত্রী স্মৃতি ইরানি।এর পর বাস স্ট্যান্ডে একটি পথ সভা করেন।এর পর রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী শুভেন্দু পন্ডিতের সাথে দেখা করেন মন্ত্রী।এর পরে রাজবল হাট এলাকায় একধিক বিজেপি পরিবারের সাথে কথা বলেন তিনি।বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে বিজেপির হুগলী জেলা কার্যালয়ে রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রী।২১ এর বিধান সভা ভোটের আগে কেন্দ্রীয় নেতাদের বাংলায় একধিক বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজনের ছবি বার বার ধরা পড়েছিল।পুনরায় সামনে পঞ্চায়েত নিবার্চন কে পাখির চোখ করে জন সংযোগ বাড়াতে খুন হওয়া বিজেপি কর্মী আনন্দ মালিকের বাড়িতে মধ্যাহ্নভোজ করা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।