শ্রাবন্তী চট্টোপাধ্যায় মানেই একদিকে যেমন বাংলা ছবির মোহিনী নায়িকা ওপর দিকে তাকে নিয়ে চর্চার শেষ নেই I প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। যদিও কোন কিছুকে পাত্তা না দিয়ে টলিপাড়ার এই নায়িকা রয়েছেন রোম্যান্টিক মুডে । একের পর এক ছবি-ভিডিও পোস্ট করে ভক্তদের বিনোদনের রসদ জুগিয়ে চলেছেন I সম্প্রতি ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করেছেন নায়িকা। সেই ভিডিওতে নববধূর বেশে নিজেকে মেলে ধরেছেন তিনি । শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে জ্বলজ্বল করছে সিঁথির সিঁদুর, হাতে শাখা-পলা, লাল বেনারসি শাড়ি, মাথায় মুকুট, একেবারে যেন নতুন কনে। পাত্রও সকলের খুব পরিচিত। টলি অভিনেতা ওম শাহানির সঙ্গে সাতাপাকে বাঁধা পড়তে চলেছেন শ্রাবন্তী, তার ঝলকও ধরা পড়ল রিল ভিডিওতে।তবে এই কনের সাজ রিয়েল লাইফের জন্য নয় বরং রিল লাইফের জন্য । বধূবেশে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী । ছবির সেট থেকেই শ্রাবন্তী বিয়ের সাজের ভিডিও শেয়ার করেছেন । যা ভাইরাল হতে একদমই সময় নেয়নি। অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’- ছবিতে শ্রাবন্তীর বিপরীতে ওম সাহানিকে দেখা যাবে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ শে মে মুক্তি পেতে চলেছে এই হরর থ্রিলার। ‘ভয় পেও না’-ছবিতে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওম ও শ্রাবন্তীকে। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন্যা যার সঙ্গে শাশুড়ির সম্পর্ক মোটেই ভাল নয়। বউমাকে ভয় দেখিয়ে বাড়িছাড়া করতে চান তিনি। পর্দায় ওম ও শ্রাবন্তীর রসায়ন কেমন হতে চলেছে তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে দর্শকরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper