শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Sreelekha Mitra:ফিনফিনে শাড়িতে চির যৌবনা শ্রীলেখার নাচ ভাইরাল

সোশ্যাল মিডিয়াতে ভীষণই অ্যাক্টিভ শ্রীলেখা মিত্র। সর্বদাই নিজের সমস্ত কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেন শ্রীলেখা মিত্র। চর্চার কেন্দ্রবিন্দুতে হামেশাই থাকেন অভিনেত্রী।  কখনও বিতর্কিত পোশাক বা   ঠোঁটকাটা মন্তব্য যা কিছুই হোক না কেন আলোচনায় তিনি থাকবেন। বিতর্কের মধ্যেই যেন থাকতে তিনি বেশি পছন্দ করেন। শ্রীলেখা মিত্রর উপর সর্বদাই নেটিজেনদের নজর আটকে থাকে।  অভিনেত্রীর নাম শুনলেই রাতের ঘুম উড়ে যায় পুরুষদের।এবার এমন এক ভিডিও শেয়ার করলেন শ্রীলেখা, যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট ভিডিও শেয়ার করে ঝড় তুলেছেন শ্রীলেখা মিত্র। ফিনফিনে কালো রঙের শাড়ি, তার সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরে উদ্দাম নেচে ভক্তদের ধুকপুকানি বাড়িয়ে দিলেন শ্রীলেখা মিত্র।মহুর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও Iএই মুহূর্তে বেঙ্গালুরুতে রয়েছেন শ্রীলেখা মিত্র। কোলাজ-বেঙ্গালুরু বাঙালি উৎসবে যোগদান দিতেই বেঙ্গালুরু রয়েছেন টলি নায়িকা। সেই ফিল্ম ফেস্টিভ্যালেই রেড কার্পেট মাতিয়ে দিলেন শ্রীলেখা।  বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের ‘তাল’ ছবির গানের সাথে তাল মেলালেন এই বঙ্গললনা। সেই গানের তালে নেচেই সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। খোলা চুলে অভিনেত্রীর এই নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ভক্তদের কেউ বলছেন,  ‘সেক্সি লাগছে’। অন্য এক নেটিজেন বলেছেন. ‘ছোট থেকে তোমাকে একইরকম দেখছি, আমায় বিয়ে করবে?’ তবে কি ভক্তের আবদারে সাড়া দেবেন শ্রীলেখা এই কথাও তুলেছেন তার ভক্তরা। লাস্যময়ী শ্রীলেখার এই সুপার হট ডান্স যেমন মন কেড়েছে নেটিজেনদের তেমনই এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে আপ্লুত শ্রীলেখা। শ্রীলেখা মিত্র পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ছাদ চলচ্চিত্র উৎসবের সেরা ছবি ও সেরা পরিচালকের খেতাব জিতেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।