আরজে অয়ন্তিকার করা ‘বাংলা মিডিয়ামে পড়া ছাত্ররা কি কর্পোরেট হাউজে চাকরি করতে পারবে’ মন্তব্য নিয়ে এখন বিতর্কের ঝড় বইছে সোশ্যাল মিডিয়াতে। অয়ন্তিকার এই কথায় রেগে আগুন তারকারাও। সোমবার এই নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেন শ্রীলেখা মিত্র। যেখানে তিনি বেশ চাঁচাছোলা ভাষাতেই উত্তর দিলেন অয়ন্তিকাকে।শ্রীলেখা অয়ন্তিকার নাম না নিয়েই বলেন, ‘আমার বাবা বা এই প্রজন্মের যাঁরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে চাকরি পেয়েছেন, তাঁরা কী করে চাকরি পেলেন একটু জানতে মন চায়। আর শুধু আমাদের দেশেই ইংরেজি নিয়ে এরকম করা হয়। ইউরোপিয়ান অনেক দেশ আছে যেখানে ইংরেজিতে কথা বলতে চায় না। আমাদের দেশে এমন একটা অবস্থা তৈরি করা হয় যাতে কেউ ইংরেজি কম জানলে হীনমন্যতায় ভুগতে শুরু করে। আমরা তো সবাই ‘মা’, ‘বাবা’ আগে বলেছি, ‘মাম্মি’ বা ‘ড্যাডি’ নয়। তাই নিজের ভাষাটা জানতেই হবে সবাইকে। এই বাংলা ভাষার জন্য়ই কিন্তু অনেকে শহীদ হয়েছেন। মাইকেল মধুসূদনকেও বাংলা শিখতে হয়েছিল। তাই মনে হয় এদের উচিত বেলুন থেকে বের হয়ে, মাটিতে নেমে পড়ার।’অয়ন্তিকা সেদিনের বিতর্ক অনুষ্ঠানে নিজের বলা কথার সপক্ষে যুক্তি দিতে ফেসবুক লাইভে আসেন । সেখানে এসে নিজের সপক্ষে তিনি বলেন যে কীভাবে তাঁর কথার ভুল মানে করা হয়েছে। তবে, নিজের হয়ে সবাইকে যাই বোঝানের চেষ্টা করুন তিনি তার করা মন্তব্যের জন্য বাঙালির রাগ কমছে না। এমনকী, অয়ন্তিকার ‘বাংরেজি’ ভাষার সমালোচনা হতে থাকে ক্রমাগত। লাইভে নজিরবিহীন কটাক্ষের সম্মুখীন হন তিনি। এখন দেখার এই বিতর্ক কতদূর পর্যন্ত গড়ায় I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper