দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীনিধি শেঠি। তিনি যশের কেজিএফ সিরিজে নায়িকার রোলের জন্য সুপরিচিত। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী কেজিএফের জনপ্রিয়তার কারণে হঠাৎ খ্যাতি অর্জন করেছেন।কেজিএফ চ্যাপ্টার:২ মুক্তির পর থেকে শ্রীনিধির ভক্তরা তাঁর পরবর্তী সিনেমার জন্য অপেক্ষা করছে। শেষ পর্যন্ত যে খবর জানাগিয়েছে শ্রীনিধি আসন্ন তামিল সিনেমা “কোবরা” তে অভিনয় করেছেন । সেভেন স্ক্রিন স্টুডিওর ব্যানার-এ এই ছবিটির ২০২০ সালে সিনেমাহলে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু , কোভিডি পরিস্থিতি বাধ্য করেছিল অজয় জ্ঞানমুথু পরিচালিত চলচ্চিত্রটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে। ‘কোবরা’ এখন এই বছরের আগস্টে রিলিজ হওয়ার কথা।তামিল সিনেমার বিখ্যাত সুপারস্টার বিক্রম এই কোবরা,ছবির হিরো I সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে টুইটারে ট্রেন্ড করছে এইছবিটি। মুভিতে বিক্রম একজন গণিতবিদ চরিত্রে অভিনয় করছেন Iকেজিএফ- ২ এর বক্স অফিস সাফল্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে শ্রীনিধির অবস্থানকে মজবুত করেছে । কেজিএফ চলচ্চিত্রে যশের সাথে তার উষ্ণ রসায়নের মাধ্যমে, শ্রীনিধি একটি বিশাল ফ্যান বেস অর্জন করেছেন। তার অগণিত ভক্তরা নায়িকার নতুন ছবির জন্য যে অধিকার অপেক্ষায় রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না I