শাহরুখ কন্যা সুহানা খান নিয়ে কৌতুহলের শেষ নেই। স্টার কিডদের মধ্যে সুহানার এক আলাদা আকর্ষণ রয়েছে I একসময় তাঁর গায়ের রঙের কারণে রীতিমতো ট্রোল হতে হয়েছে তাকে। চাপা গায়ের রঙ ও ফিগারের গড়ন নিয়ে অশ্লীল কটাক্ষের শিকার হয়েছিলেন সুহানা।কিন্তু চলতি বছর যেন ছকটাই বদলে দিয়েছেন সুহানা। নিজেকে ধীরে ধীরে গ্রুমিং করতে শুরু করেছেন তিনি।অভিনয় নিয়ে পড়াশোনা করার জন্য তিনি পাড়ি দিয়েছিলেন আমেরিকা। চলতি বছরে শেষ হয়েছে তার কোর্স। ভারতে ফিরে এসেই সুহানা মন দিয়েছেন ফিটনেসে। কয়েকদিন আগে তার যোগা ইন্সট্রাক্টর একটি ছবি নেটদুনিয়ায় শেয়ার করেছিলেন । সেই ছবিতে দেখা যায় সুহানাকে কঠিন যোগাসন করতে। পাশাপাশি তাঁর মেকআপেও এসেছে বহু পরিবর্তন। সুহানার মেকআপ আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে। পরিবর্তিত হয়েছে তাঁর স্টাইল স্টেটমেন্ট।সাম্প্রতিক সময়ে তার হট লুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে । সুহানার ছবি ঝড় তুলেছে নেটিজেনদের মনে I