গুজরাতে ছটপূজার সন্ধ্যায় মোরবা ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষের প্রাণ গেছে। তারপর থেকেই বিজেপিকে বিদ্ধ করে একের পর এক মন্তব্য আসছে শাসকদলের পক্ষ থেকে। সেই মন্তব্যর পাল্টা আজকে শাসকদলকে ফেরালো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজকে হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকাতে ভারত মাতার পূজার অনুষ্ঠানে এসে শাসকদলকে তোপ দাগেন তিনি। সুকান্ত শাসকদলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বলেন নির্মিয়মান পোস্তা ব্রিজ ভেঙে পড়ার পর ছয় বছর কেটে গেছে এখনও রাজ্যের সরকার অপরাধীদের গ্রেফতার করতে ও কাউকে শাস্তি দিতে পারলো না। আমরি হাসপাতালে রোগীরা জীবন্ত দগ্ধ হল কোনও অপরাধী সামনে এলো না। তবে গুজরাতে ব্রিজ ভাঙার ঘটনায় তিনি জানান ঝুলন্ত সেতুতে এতো বেশি সংখ্যক মানুষকে কি ভাবে উঠতে দেওয়া হল সেই বিষয়ে তদন্ত অবশ্যই হবে। আর ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে বলেই দাবি করেন তিনি। পাশাপাশি সোমবার কুনাল ঘোষের মোদির উপরে আশীর্বাদ স্বরূপ এই ব্রিজ ভাঙার ঘটনার প্রেক্ষিতে সুকান্ত বলেন এই ধরণের নিম্ন রুচির মন্তব্য বাচাল ঘোষ ও তৃণমূল কংগ্রেসই করতে পারে বলে দাবি করেন। এছাড়াও চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে সোমবার ব্রাত্য বসুর আন্দোলন করে চাকরি পাওয়া যায় না প্রসঙ্গে জানান শাসকদল চাইছে দুর্নীতি হলেও শাস্তি যাতে না হয়। তাই এইসব কথা বলছে। অনিয়ম করেছে বলেই কোর্টের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা চলছে এবং তাঁদের জেলে যেতে হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডকে মিথ্যেসাথী কার্ড বলে কটাক্ষ করে তিনি বলেন ওই কার্ডের মাধ্যমেবল রাজ্যের মানুষদের বোকা বানানো হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য ও প্রশাসন ব্যবস্থা ভেঙে গেছে তাই হাসপাতাল থেকে নিখোঁজ রোগিনীর মৃতদেহ অন্যত্র উদ্ধার হচ্ছে। তিনি আরও দাবি করেন রাজ্যের পুলিশ শাসক দলের দলদাস হয়ে গেছে।
Sukanta majumdar: পোস্তা ব্রিজ ভাঙার ছয় বছর পরেও কেউ শাস্তি পায়নি, গুজরাতের মোরবা ব্রিজ বিতর্কে শাসকদলকে তোপ সুকান্তর
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া