Breaking News

Sumitra Sen: বছরের শুরুতেই নক্ষত্র পতন, প্রয়াত বিশিষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

Sumitra Sen: বছরের শুরুতেই নক্ষত্র পতন, প্রয়াত বিশিষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন বছরের শুরুতেই সঙ্গীত জগতে নক্ষত্রের পতন I ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মঙ্গলবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শিল্পী। কয়েকদিন আগেই ব্রঙ্কোনিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দক্ষিন কলকাতার একটি বিশিষ্ট হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাড়ি নিয়ে আশা হইয়েছিল সুমিত্রা সেনকে। হাসপাতাল থেকে ফেরার একদিনের মাথায় শেষ নিঃস্বাশ ত্যাগ করলেন এই প্রখ্যাত গায়িকা। শোকের ছায়া নেমে এসেছে দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবনী সেনের জীবনেও। মায়ের মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানান সুমিত্রা সেনের কন্যা শ্রাবনী সেন। মঙ্গলবার ভোরবেলা ফেসবুকে একটি পোস্ট করেন শ্রাবণী সেন। তাতে লেখা,’আজ মা ভোরে চলে গেলেন’। সুমিত্রা সেনের দুই মেয়েই সঙ্গীত জগতে নিজেদের ছাপ ফেলেছেন। শেষের দিকে বার্ধক্যজনিত কারণে প্রয়াত শিল্পীর গানের রেকর্ডিং দীর্ঘদিন বন্ধ ছিল। যেতেন না কোনও অনুষ্ঠানেও। গত বছরের ডিসেম্বর মাস থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। চিকিৎসায় ধরা পড়ে ব্রঙ্কোনিউমোনিয়া তে আক্রান্ত গায়িকা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান শিল্পীকে। ধীরে ধীরে সুস্থও হচ্ছিলেন তিনি। সোমবার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলে বাড়ি ফিরিয়ে আনা হয় তাঁকে। পরের দিন সকালেই থেমে যায় সুরের যাত্রা। মঙ্গলবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বাংলা সঙ্গীতের জগতে নেমে আসে শোকের ছায়া I শিল্পীর প্রয়ানে অনেক বিখ্যাত মানুষজন সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করেছেন I সুমিত্রা সেন এর প্রয়ানে বঙ্গ সঙ্গীত জগতে একটি গৌরবজ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।