উত্তর ২৪ পরগনা জেলার (sundarban) বসিরহাট সুন্দরবনের হিমানগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুর এলাকার ঘটনা।(sundarban) পূর্ণিমার জেরে মঙ্গলবার ভোররাতে রায়মঙ্গল নদীর জলস্তর বেড়ে গিয়ে বিক্ষিপ্ত ভাবে ২০ ফুট নদী বাঁধ ভাঙ্গে।
ফলে প্রায় ইঁটের হাফ কিলোমিটার রাস্তা নদী গর্ভে চলে যায়। ইতিমধ্যে নোনাজল ঢুকতে শুরু করেছে কাঁঠালবেড়িয়া, পাটঘরা, সাহেবখালি ও কানাইকাঠির মতো গ্রাম গুলিতে। ঘটনাস্থলে পঞ্চায়েত ও সেচ দপ্তরে আধিকারিকরা। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সুরজিৎ বর্মন ও জ্যোতি প্রকাশ চক্রবর্তীর নেতৃত্বে লোকজন দিয়ে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। এদিন দেখা যায় প্রায় ৫০ ফুট ইঁটের রাস্তা নদী গর্ভে চলে গিয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে প্রায় দুপুর নদী বাঁধ ভেঙেছে নোনা জল ঢুকতে চলেছে গ্রামে পাশাপাশি পাশের জমিতে জল লুপ্ত শুরু করেছে সেই সঙ্গে মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে সামনে ভরা কোটাল যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতি কাজ করার চেষ্টা করছে প্রশাসন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper